আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধিঃ
নেত্রকোনার কলমাকান্দায় বশির আহমেদ (৩৫) নামে এক শ্রমিক নিখোঁজ থাকার তিন ঘণ্টা
পর ওই শ্রমিকের লাশ উদ্ধার করে স্থানীয় লোকজন। সোমবার বিকেল সাড়ে তিনটার দিকে সে
নিখোঁজ হয়। পরে সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে স্থানীয় লোকজন জাল দিয়ে তার লাশটি উদ্ধার
করে। বশির আহমেদ সুনামগঞ্জের তাহেরপুর উপজেলার সুলমানপুর গ্রামের ডেন্ডু মিয়ার
ছেলে। তিনি পেশায় ছিলেন একজন কয়লা শ্রমিক।
এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, বশির আহমেদ সোমবার দুপুরে
সুনামগঞ্জের বড়ছড়া থেকে নৌকায় নিয়ে কলমাকান্দায় আসে। সেখানে উব্দাখালি নদীর
সেতুসংলগ্ন এলাকায় নৌকা থেকে রশিরসহ অন্যান্য শ্রমিক মিলে কয়লা নামান। পরে
বিকেল সাড়ে তিনটার দিকে বশির নদীতে গোসল করতে নামেন। এরপর তিনি পানিতে তলিয়ে
নিখোঁজ হন। স্থানীয় লোকজন উদ্ধারে চেষ্টা করে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিস ও পুলিশে খবর
দেয়। পরে বাহিনীর সদস্যরা এসে উদ্ধার চালায়। কিন্তু তাঁরাও সন্ধান পায়নি। রাত সাতটার
দিকে স্থানীয় লোকজন আশপাশে জাল ফেলে পানির নিচ থেকে তাঁর লাশ উদ্ধার করে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল আহাদ খান বলেন, আবেদনের
প্রেক্ষিতে বশির আহমেদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করার প্রস্তুতি চলছে। এ নিয়ে থানায়
একটি অপমৃত্যুর মামলা করা হবে।
সিদ্ধিরগঞ্জে সৌখিন ব্যক্তিদের সূলভ মূল্যে মানসম্পন্ন গ্রাহক সেবার প্রত্যয় নিয়ে আফসা-আয়াত স্মার্ট জেন্টস পার্লারের উদ্বোধন করা হয়েছে। শনিবার (০৩ জুন) বিকালে সিদ্ধিরগঞ্জ ২নং ঢাকেশ্বরী দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার...
Read more