জকিগঞ্জ উপজেলায় ৪ বিদ্রোহী প্রার্থীকে দল থেকে বহিষ্কার করেছে সিলেট জেলা আওয়ামী লীগ। আজ সোমবার জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই বহিষ্কারের তথ্য জানানো হয়েছে। বিদ্রোহীরা ইউনিয়ন পরিষদের (ইউপি) পঞ্চম ধাপের নির্বাচনে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে দলীয় মনোনীত প্রার্থীর নৌকার বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন।
বহিষ্কৃতরা হলেন সিলেট মহানগর যুবলীগের সাবেক সদস্য ও বারহাল ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী সুমন আহমদ, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৪ নং খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৬ নং সুলতানপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম এবং জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ৮ নং কসকনকপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আলতাফুর রহমান লস্কর।
বহিষ্কারাদেশে বলা হয়, দলের সিদ্ধান্তের বিরুদ্ধে গিয়ে নির্বাচনে প্রার্থী হওয়ায় গঠনতন্ত্রের ৪৭ ধারার ১১ উপ ধারা অনুযায়ী শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তাদের নিজ পদ ও দলের প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হলো। এছাড়া তাদের স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্তের জন্য কেন্দ্রে সুপারিশ পাঠানো হয়েছে।
প্রসঙ্গত, পঞ্চম ধাপে আগামী ৫ জানুয়ারি জকিগঞ্জ উপজেলার ৯ ইউনিয়নের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
শনিবার দুপুরে লৌহজং উপজেলার বেজগাঁও ইউনিয়নের মৃধাবাড়িতে বাংলাদেশ মৃধা জনকল্যাণ ফাউন্ডেশনের সাধারণ সভা ও অভিষেক অনুষ্ঠান হয়েছে। এতে ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ফারুক ইকবাল মৃধার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান...
Read more