আসন্ন ফতুল্লা ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত চেয়ারম্যান প্রার্থী গরীব, দুখী ও মেহনতী মানুষের বন্ধু আলহাজ্ব খন্দকার মোঃ লুৎফর রহমান স্বপনের সমর্থনে পঞ্চবটী মর্ডান হাউজিং সোসাইটি এবং পঞ্চবটী পাচতলা হাউজিং কমপ্লেক্সের উদ্যোগে এক মতবিনিময় সভা এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গত ১৫ ডিসেম্বর বৃহস্পতিবার বাদ এশা পঞ্চবটীস্থ মর্ডান হাউজিং সোসাইটিতে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। সভায় ফতুল্লা থানা আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক এবং মর্ডান হাউজিং সোসাইটির সভাপতি মোঃ মাহবুবুল হক মাসুদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতি এবং ফতুল্লার নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোঃ লুৎফর রহমান স্বপন উপস্থিত ছিলেন। এসময় বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলী এবং থানা আওয়ামী লীগের ১ নং সদস্য, থানা ছাত্রলীগের সভাপতি হাজী আবু মোঃ শরীফুল হক উপস্থিত ছিলেন। সভায় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ মিছির আলী, মর্ডান হাউজিং সোসাইটির কার্যকরী সভাপতি হাজী মোঃ করিমুল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম মামুন, সহ সভাপতি মোঃ শহিদুল ইসলাম, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ নজরুল ইসলাম খান, পাঁচ তলা কলোনীর নেতা মোঃ আনিসুর রহমান ছাড়াও ইউনিয়ন, থানা ও জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভায় বক্তারা আগামী ২৬ ডিসেম্বর নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার মোঃ লুৎফর রহমান স্বপনকে বিপুল ভোটে বিজয়ী করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। সভায় ৪ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থীরা এবং ৪,৫,৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের মেম্বার পদপ্রার্থীরাও উপস্থিত থেকে ইউনিয়নবাসীর কাছে নৌকা মার্কায় ভোট প্রার্থনা করেন।
আল্লামা মামুনুল সহ কারাবন্দী সকল আলেমদের মুক্তির দাবিতে ২৯শে সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা শহরের ডিআইটি মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল...
Read more