নারায়ণগঞ্জ জেলা তাতী লীগের বর্তমান কমিটির সদস্য সচিব, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা এবং বক্তাবলীর কৃতি সন্তান মোঃ আলমগীর হোসেন (ভিপি আলমগীর) হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন।
আজ ১৩ মার্চ রোববার মাগরিবের পর হার্ট অ্যাটাক করে হাসপাতালে নেয়ার পর মারা যান এই তুখোড় আওয়ামী লীগ নেতা।
পারিবারিক সুত্রে জানা যায়, আজ বিকালে ফতুল্লার এনায়েতনগরের ইউনাইটেড ক্লাবে আয়োজিত থানা আওয়ামী লীগের কর্মী সভায় যোগদান করে ভিপি আলমগীর। সেই সভায় আলমগীর জ্বালাময়ী বক্তব্য রাখেন। সভাশেষে সন্ধ্যার পর বুকে ব্যাথা অনুভব করলে চাষাড়া বালুর মাঠের ইসলাম হার্ট সেন্টারে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।
ভিপি আলমগীরের মৃত্যুতে নারায়ণগঞ্জের আওয়ামী রাজনীতি অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তার জানাযার সময় এখনো জানানো হয়নি।
উল্লেখ্য, আলমগীর হোসেন তুখোড় ছাত্র নেতা হিসেবে জেলার ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ভিপি হিসেবে সফল ভাবে দায়িত্ব পালন করেছিলেন। পরবর্তীতে তিনি ফতুল্লা থানা আওয়ামী লীগের সহ-সভাপতির দায়িত্ব পালন শেষে বর্তমানে জেলা তাতী লীগের সদস্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বক্তাবলীর রাজাপুর পন্চায়েত কমিটির সভাপতি ছাড়াও বহু সামাজিক সংগঠনের সাথেও তিনি সক্রিয়ভাবে জড়িত ছিলেন।