বিপি নিউজ ডেস্ক :: ভারতের ত্রিপুরা থেকে প্রকাশিত শিশু সাহিত্যের কাগজ ‘দোলনা’ র ‘চতুর্থ ত্রিপুরা ছড়া উৎসব-২০২১’ অনুষ্ঠিত হলো ২৪ অক্টোবর রবিবার। কুমারঘাটের হালাইমুড়ার স্রোত পরিবারের উঠোনে ছড়া উৎসবের উদ্বোধন করেন ছড়াকার আব্দুল হালিম। অনুষ্ঠানে ছিলো ছড়া পাঠ,ছড়া বিষয়ক আলোচনা, ছড়ার গান, তাৎক্ষণিক ছড়া রচনা ইত্যাদি। ছড়াকার আব্দুল হালিমকে দোলনা শিশুসাহিত্যিক সম্মাননা প্রদান করা হয় ছড়া উৎসবে। দোলনার চতুর্থ সংখ্যা শিল্পপাখি বাবুইপাখি বিশেষ সংখ্যাও প্রকাশিত হয় ছড়া উৎসবে।মলাট উন্মোচন করে বক্তব্য রাখেন আব্দুল হালিম। উক্ত সংখ্যায় ভারতীয় স্বনামধন্য লেখকদের পাশাপাশি বাংলাদেশের লেখক ও বন্যপ্রাণী গবেষক সনজিৎ নারায়ণ চৌধুরী’র একটি প্রবন্ধও প্রকাশিত হয়েছে। সমগ্র অনুষ্ঠানের সহযোগিতায় স্রোত পরিবার। দোলনার সম্পাদক গৈরিকা ধর সকল কবি, ছড়াকার সাংস্কৃতিক ব্যক্তিত্বদের শুভেচ্ছা জানান চতুর্থ ছড়া উৎসবে। বক্তব্য রাখেন আব্দুল হালিম ত্রিপুরার ছড়া বিষয়ে।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কবি মণিকা বড়ুয়া, অনিতা ভট্টাচার্য, শাশ্বতী দাস, সন্ধ্যা দেবনাথ, জগদীশ দেবনাথ, সুস্মিতা দেবনাথ,স্নেহান্বিতা দাস। উপস্থিত ছিলেন রসমালাই সম্পাদক কবি ও ছড়াকার অমলকান্তি চন্দ। সংগীত পরিবেশন সুরভী সাহা, গৈরিকা ধর, শাশ্বতী দাস ও অনিতা ভট্টাচার্য। প্রথম পর্বে গৌরবোজ্জ্বল উপস্থিতি ছিলো রাকেশ ভট্টাচার্য মহোদয়ের।সমগ্র অনুষ্ঠান ছিলো প্রাণবন্ত ও উৎসব মুখর।
বিধিনিষেধ উপেক্ষা করেই চলছে শোডাউন করোনা মহামারিতে চলছে সরকারি বিধিনিষেধ। এ সময় রাজনৈতিক সভা-সমাবেশসহ সব ধরণের জনসমাগম নিষিদ্ধ থাকলেও তা উপেক্ষা করেই চলছে মিছিল শেডাউন। ভোলার চরফ্যাশন উপজেলাধীন...
Read more