জামালপুর জেলার মাদারগঞ্জ উপজেলার তারতাপাড়া গ্রামের প্রয়াত সাবেক সফল মেম্বার খলিলুর রহমানের নামে মধ্যে তারতাপাড়ায় তার নিজ বাস ভবনের সামনে তিন রাস্তা মোড়ের নামকরণ করে উদ্বোধন করা হয় ।
বুধবার(১৩জুলাই)স্থানীয় ওয়ার্ড মেম্বার ও এলাকাবাসীর উদ্যোগে ৪ নং বালীজুড়ি ইউপি চেয়ারম্যান মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ মোড় উদ্বোধন করেন ।
এ সময় এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনকালে চেয়ারম্যান খলিলুর রহমানের নানান স্মৃতির কথা উল্লেখ করে বলেন,তিনি মেম্বার থাকাকালীন এলাকার অনেক উন্নোয়ন করেছেন যা আমাদের জন্য অনুপ্রেরণা জুগিয়েছে।তাই তাকে স্বরণীয় রাখতেই আজ আমরা তার নামেই এই মোড়ের নাম দিয়েছি।যতদিন এই মোড় থাকবে ততদিন তিনি স্বরণীয় হয়ে থাকবে ।পরবর্তী প্রজম্নও তাকে স্বরণে রাখবে।