আসসালামু আলাইকুম! একটি মানবিক আবেদন।একজন অসহায় কিডনি রোগীর জন্য সাহাযের হাত বাড়িয়ে দিন।
রোগীর দুই টা কিডনি নষ্ট রোগী পাচঁ বছর ধরে ডায়ালাইসিস করে বেচে আছে। প্রতি সপ্তাহে রোগীর তিনবার ডায়ালাইসিস করতে হয়। রোগীর পরিবারের একমাত্র উপার্জনক্ষম তার বাবা। পাচ বছর যাবত চিকিৎসা করাতে করাতে এখন তারা নিঃস্ব এবং বাবাও বিভিন্ন রোগে আক্রান্ত। এছাড়াও রোগীর চার বছর বয়সী একজন মেয়ে আছে।এই অসহায় রোগীকে বাচাতে সাহায্যের হাত বাড়িয়ে দিন।
রোগীর নামঃনাজমুল হাসান।
রোগীর ঠিকানাঃ নবীনগর বাজার,এনায়েতনগর,ফতুল্লাহ,নারায়ণগঞ্জ।
সাহায্য পাঠাতেঃ রোগীর বিকাশ নাম্বার 01965804825(Nazmul)
ব্যাংক একাউন্ট নাম্বারঃ IFIC Bank Ltd (0190002766811) নাজমুল।রোগী নিয়মিত পপুলারের ডাঃতানিম আনোয়ারের চিকিৎসা নিচ্ছেন এবং সোনার বাংলা ডায়ালাইসিস সেন্টার দেওভোগে ডায়ালাইসিস করেন।