চরসৈয়দপুর কবরস্থান রোড যুব সমাজের উদ্যোগে নারায়ণগঞ্জ জেলা কৃষকলীগের সহ-সভাপতি মরহুম দৌলত হোসেন মেম্বারের রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
২৩ সেপ্টেম্বর(শুক্রবার) বাদ আছর চরসৈয়দপুর কবরস্থান রোড কাচাবাজারে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আবুল হোসেন মেম্বারের সভাপতিত্বে ও ছাত্রলীগ নেতা শরীফ আহমেদ সানি সঞ্চালনায় দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন
আওয়ামী লীগ নেতা রমিজ উদ্দিন মাদবর,জালাল মাদবর, কামাল মুন্সী, ইউসুফ,বাদশা মাদবর, আইয়ুব আলী প্রধান, রানা আহাম্মদ, কালা চান মাদবর, মোস্তফা কামাল
আরোউপস্থিতি ছিল মাহফিল আয়োজন কমিটির নেতা সৌরভ আহাম্মদে, অরুণ মাসুদ, বড় ইমন,সজিব, দৌলত হোসেন মেম্বার এর বড় ছেলে
কাসেম সম্রাট,ছোট ছেলে ফয়সাল আহাম্মদ।