সাদিয়া আফরিনকে আলীরটেক ইউপি স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়হামের শুভেচ্ছা
বিপুল ভোটের ব্যাবধানে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ১নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে সাদিয়া আফরিন নির্বাচিত হওয়ায় তাকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়হাম আহমেদ সোহাগ ও আরেকটা ইউনিয়নের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা।
মঙ্গলবার (১৮ অক্টোবর) বিকালে সাদিয়া আফরিনের নিজ বাসভবনে নেতৃবৃন্দদের নিয়ে তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
আলীরটেক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি সায়হাম আহমেদ সোহাগের নেতৃত্বে উপস্থিত ছিলেন আলীরটেক ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মোঃ জুলহাস, ফতুল্লা থানা যুবলীগের নেতা আল-আমীন হোসেন আলভি, বাংলাদেশ মুক্তিযুদ্ধ মঞ্চ, নাঃগঞ্জ জেলা সাধারণ সম্পাদক আল মামুন কাওসার, আলীরটেক ইউনিয়ন ৪নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আল-আমিন, মোঃ ইমন চাঁন ম্যাগো যুবলীগ নেতা ইমরান প্রমুখ।
জানা যায় , বক্তাবলী ইউনিয়ন পরিষদের স্বর্নপদক প্রাপ্ত চেয়ারম্যান ও ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম. শওকত আলীর মেয়ে এবং স্বামী নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি। তিনি নিজেও নারায়ণগঞ্জ জেলা যুব মহিলা লীগের আহ্বায়ক হিসেবে সুনামের সহিত দায়িত্ব পালন করছেন। বিগত ৫ বছর জেলা পরিষদের সংরক্ষিত সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন তিনি।