কবুতর একটি শান্তির প্রতীক। নারায়ণগঞ্জে কবুতর পালিত মানুষদের নিয়ে অনুষ্ঠিত হলো মাদার ইনটেক ২১ কিলোমিটার কালারিং কবুতর টুর্নামেন্ট
গতকাল ১১নভেম্বর (শুক্রবার) সকালে মাসদাইর কবুতর ক্লাবের আয়োজনে কবুতর রেস টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে নারায়ণগঞ্জে ১৮০ জন কবুতর পালিত মানুষ অংশ গ্রহন করেন বাংলাদেশের মধ্যে রেকর্ড করেন।
টুর্নামেন্টে কবুতর উড়ানোর দুরুত্ব ছিলো ২১ কিলোমিটার। সন্ধ্যায় জানা যায় ৭৪ জন কবুতর প্রেমী চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। জানা যায় প্রতি বছর শীত আসলেই বিভিন্ন ক্লাবে আয়োজন করা হয় কবুতর টুনামেন্ট এতে অনেক ক্লাবের কবুরত প্রেমীরা অংশগ্রহণ করেন।