বিপি নিউজ রিপোর্ট :-
বন্দর উপজেলায় মেরাজুল ইসলাম হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই আবারও ক্যাপ রোমানকে হত্যা করা হয়েছে।
শুক্রবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় বন্দর উপজেলার ঘারমোড়া বাজারে রশীদ সরদারের মার্কেটের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে।
নিহত ক্যাপ রোমান বন্দর থানার ১৯ নং ওয়ার্ডের মদনগঞ্জ সৈয়াল বাড়ি ঘাট এলাকার আদু মিয়ার ছেলে। তিনি শীর্ষ মাদক সম্রাট ব্লাক জনির অন্যতম সহযোগী ছিলেন।
স্থানীয়রা জানান, বন্দরে পোড়াতেলের ব্যবসাকে নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিন ক্যাপ রোমান ও অনিক গ্রুপের মধ্যে দ্বন্দ্ব চলছে। এর আগেও পোড়াতেলের ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটে। আজকে হটাৎ করে ঘাড়মোরা বাজারে আবারও দুই গ্রুপের মধ্যে রক্ষক্ষয়ী সংঘর্ষ চলতে থাকে। সংঘর্ষের ঘটনার খবর পেয়ে বন্দর থানা ওসি মোঃ আবু বকর সিদ্দিকসহ থানা পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। দুই পক্ষের রক্তক্ষয়ি সংঘর্ষের ঘটনায় ঘারমোড়া এলাকাসহ এর আশে পাশের এলাকা গুলোতে থমথমে ভাব বিরাজ করছে।
বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে আমিসহ বন্দর থানার একাধিক টিম দ্রুত ঘটনাস্থলে আসি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। এলাকাবাসী জখম অবস্থায় ক্যাপ রোমানকে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।