এফবিসিসিআই’র পরিচালক, বিকেএমইএ সভাপতি ও নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ. কে. এম সেলিম ওসমান শিল্প খাতে ১১ বারের মত সিআইপি নির্বাচিত হওয়াতে ফুল দিয়ে শূভেচ্ছা জানান নারায়ণগঞ্জ চট বস্তা ও প্লাস্টিক বস্তা মালিক সমিতি সভাপতি ও আলীরটেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মো: জাকির হোসেন।
(২৭ মে) সন্ধ্যায় নগরীর শীল্পকলা একাডেমিতে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে সিআইপি নির্বাচিত হওয়ায় সেলিম ওসমানকে বিভিন্ন ব্যবসায়ী সংগঠনের পক্ষ থেকে সংবর্ধনা প্রদান করা হয়।
সেলিম ওসমান শিল্প খাতে ১১ বারের মত সিআইপি নির্বাচিত হওয়াতে জাকির চেয়ারম্যানের নেতৃত্বে ফুল দিয়ে আরো শূভেচ্ছা জানান সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহা, বস্তা ব্যবসায়ী ওমর ফারুক, ব্যবসায়ী মো: দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানের মধ্যমণি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য ও বিকেএমইএ’র সভাপতি সেলিম ওসমান।
আরও উপস্থিত ছিলেন- বিকেএমইএ’র নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম, নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির সভাপতি খালেদ হায়দার খান কাজল, ইয়ার্ন মার্চেন্টস এসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী, হোসনে আরা বাবলী, নাজমুল আলম সজল, এড. হাসান ফেরদৌস জুয়েল ও নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ড্রাস্টির পরিচালক মোর্শেদ সারোয়ার সোহেলসহ আরো অনেক সংগঠনের নেতৃবৃন্দ।