নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় করা ধর্ষণ মামলায় দশম দফায় সাক্ষ্যগ্রহণের জন্য নারায়ণগঞ্জ আদালতে আনা হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম-মহাসচিব মামুনুল হককে।
আজ ৬ জুন সকাল সাড়ে ৯ টার দিকে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে কাশিমপুর কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের আদালতে আনা হয়।
নারায়ণগঞ্জের আদালতে মামুনুল হক সাহেবের বিরুদ্ধে সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলার শুনানিতে বাদীপক্ষ জান্নাত আরা ঝর্ণার ১ম পক্ষের সন্তান আব্দুর রহমানের সাক্ষ্যপ্রদান।
” আমার বাবার সাথে মায়ের বিবাহ বিচ্ছেদের পর আল্লামা মামুনুল হকের সাথে আমার মায়ের বৈধভাবে বিবাহ হয়েছে।
মায়ের সাথে মামুনুল হক সাহেবের অবৈধ সম্পর্কের আমার অভিযোগ করা যে জবানবন্দী প্রচার করা হয়েছে, আমি তা বলিনি, আমার থেকে জোরপূর্বক সাক্ষর নেওয়া হয়েছে
আমি এই সাক্ষ্য প্রদানের পর নির্বিঘ্নে যেন আমার বাড়ী ফিরে যেতে পারি সেই নিরাপত্তার জন্য আদালতের কাছে বিনীত অনুরোধ করছি!
আজ নারায়ণগঞ্জের আদালতে আল্লামা মামুনুল হক সাহেবের বিরুদ্ধে সোনারগাঁও থানায় দায়ের করা ধর্ষণ মামলার শুনানিতে বাদীপক্ষ জান্নাত আরা ঝর্ণার ১ম পক্ষের সন্তান আব্দুর রহমানের সাক্ষ্যপ্রদান।