রাসেল আদিত্য,বিপি নিউজ ডেস্ক।।
নারায়ণগঞ্জ সংসদীয় আসন-২ এর এলাকাধীন আড়াইহাজার পৌরসভার বহুল আলোচিত সমালোচিত
নির্বাচনে কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোটগ্রহণ শেষ হয়েছে।তফসিল ঘোষণার পর থেকেই বিভিন্ন কারণে মিডিয়ার আলোচনায় আসছিলো এই পৌরসভার নির্বাচন।বিএনপির কোন প্রার্থী না থাকলেও মেয়র পদে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থীদের অংশগ্রহন নির্বাচনকে জমিয়ে তুলেছিলো।শেষ পর্যন্ত আওয়ামীলীগের প্রার্থী সুন্দর আলী ৫১০২ ভোটের বড়ো ব্যবধানে জয়লাভ করেন।
আজ ১২ ই জুন সোমবার সকাল ৮টা থেকে শুরু হয়ে পৌরসভার ভোট গ্রহণ শেষ হয় বিকেল ৪টায়।এবারের ভোট হয়েছে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) পদ্ধতিতে।পরে ভোট গণনা শেষে নৌকার প্রার্থী সুন্দর আলীকে বেসরকারিভাবে জয়ী ঘোষণা করেন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা রবিউল ইসলাম।
ভোটের ফলাফল থেকে দেখা গেছে, আওয়ামী লীগের প্রার্থী মো. সুন্দর আলী পেয়েছেন ৯৯৯২ ভোট।তাঁর নিকটতম প্রতিদ্বন্ধী হাবিবুর রহমান জগ প্রতীকে পেয়েছেন ৪৮৯০ ভোট।অন্যদের মধ্যে নারিকেল গাছ প্রতীকে স্বতন্ত্র প্রার্থী মেহের আলী পেয়েছেন ১৩৩৯ ভোট এবং মোবাইল প্রতীকে আরেক স্বতন্ত্র প্রার্থী মামুন অর রশিদ পেয়েছেন ২১০৭ ভোট।
নির্বাচনে প্রদেয় মোট বৈধ ভোটের সংখ্যা ছিলো ১৮ হাজার ৩৩৮টি। বাতিল হয়েছে ৪৪ ভোট।আড়াইহাজার পৌরসভার মোট ভোটার সংখ্যা ছিল ২৪ হাজার ৪৬৫।
এ ছাড়া তিনটি সংরক্ষিত আসনে ১০ ও নয়টি সাধারণ আসনে ৩৫ কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।