কেন্দ্রীয় কর্মসূচির আওতায় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশুরোগ মুক্তি কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে এনায়েতনগর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠন।
২২ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে এনায়েতনগরের মওলাবাজার এলাকায় এই দোয়ার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান সুমনের সার্বিক তত্বাবধানে আয়োজিত দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন ইউনিয়ন সভাপতি এড. মাহমুদুর রহমান আলমগীর। দোয়া প্রধান অতিথি হিসেবে থানা বিএনপির ১ নং সদস্য খন্দকার মনিরুল ইসলাম ও বিশেষ অতিথি হিসেবে ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি হেলালউদ্দীন হেলাল উপস্থিত ছিলেন। দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি শাহাদাত উল্লাহ, সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম চৌধুরী, থানা বিএনপির সহ সাধারন সম্পাদক জামিল খান, সহ সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম বিপ্লব, সহ সাংগঠনিক সম্পাদক শওকত আলী জুম্মন, স্থানীয় সরকার সম্পাদক মোখলেছুর রহমান, ক্ষুদ্র ঋণ বিষয়ক সম্পাদক ইমামউদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মনির হোসেন, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি জুম্মন হোসেন, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সাহাবুদ্দিন, বিএনপি নেতা রহমতুল্লাহ, রিপন, হিরু, ইউনুসসহ বিভিন্ন ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।