আল্লামা মামুনুল সহ কারাবন্দী সকল আলেমদের মুক্তির দাবিতে ২৯শে সেপ্টেম্বর শুক্রবার বাদ জুমা শহরের ডিআইটি মসজিদের সামনে বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগরের উদ্যোগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মহানগর সভাপতি মাওলানা মীর আহমাদুল্লাহ এর সভাপতিত্বে ও বায়তুল মাল সম্পাদক মাওলানা ফাতীহ সোলাইমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে যুব মজলিসের কেন্দ্রীয় সংগঠন বিভাগের সম্পাদক মাওলানা ফজলুর রহমান বলেন- ক্ষমতায় থেকে ক্যাডার নিয়ে, অস্ত্র নিয়ে, প্রশাসন হাতে নিয়ে নির্বাচন না করে বুকে সৎ সাহস থাকলে নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দেন, তারপর আসেন খেলা হবে। এই জাতি নির্বাচনে আপনাদের লাল কার্ড দেখাবে।
দীর্ঘ আড়াই বছর যাবৎ আমরা মামুনুল হকের মুক্তির দাবি করে আসছি, এখন আর মুক্তি লাগবে না। আপনারা এখন কারাগরে যাওয়ার জন্য প্রস্তত হোন।
বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন মহানগর উলামা পরিষদের সভাপতি মাওলানা ফেরদাউসুর রহমান, উলামা পরিষদের অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা দেলোয়ার হোসেন।
এছাড়াও মহানগরের সহ-সভাপতি আল-আমিন রাকিব, সহ-সভাপতি মাওলানা তাজুল ইসলাম আব্বাস, সমাজকল্যাণ সম্পাদক মুফতি রশীদ আহমদ, প্রচার সম্পাদক হাফেজ মামুনুর রশীদ বক্তব্য রাখেন। এছাড়াও মহাগরের মজলিসে আমেলার সদস্য শরীফুল আলম, ফতুল্লা থানার বায়তুলমাল সম্পাদক রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সোহান, আব্দুল কুদ্দুস, তাওহীদুল ইসলাম, শফিকুল,শেখ সেলিম,
এমরান মোল্লা, সোহাগ, মনারুল, শোভন, সদর থানার দায়িত্বশীল হাজী লিয়াকত হোসেন, মাওলানা নজরুল ইসলাম, মাওলানা ফয়জুল্লাহ, মাওলানা খায়রুল বাশার, ইসমাঈল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানার সভাপতি মাওলানা আল-আমিন, সহ-সভাপতি মাওলানা রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক সাইদুল ইসলাম হৃদয়, এনামুল হাসান, বন্দর থানার দায়িত্বশীল হাফেজ রিয়াদ হাসান, মুন্সীগন্জের দায়িত্বশীল মাওলানা উসামা আজিজ,পঞ্চগড়ের দায়িত্বশীল মাওলানা ওমর ফারুক,
ছাত্র মজলিসের কেন্দ্রীয় দায়িত্বশীল ফাহাদুল হক, মেরাজুল ইসলাম সহ প্রমুখ।
ডিআইটি মসজিদের সামনে সমাবেশের পর বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাব মোড় ঘুরে নারায়ণগঞ্জ ক্লাবের সামনে এসে দোয়ার মাধ্যমে কর্মসূচি সমাপ্ত হয়।