নিজস্ব প্রতিবেদকঃ
নারায়ণগঞ্জের বন্দরে বিপুল পরিমাণ ইয়াবাসহ কথিত ছাত্রলীগ নেতা অপু সাউদসহ দুইজনকে গ্রেফতার করেছে র্যাব-১০। তাদের কাছ থেকে ৪,৭০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
বুধবার (৪ অক্টোবর) রাতে বন্দর উপজেলার মদনপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
আটককৃতরা হলেন- বন্দর থানাধীন দক্ষিণ লক্ষণখোলা এলাকার সেলিম মিয়ার ছেলে কথিত ছাত্রলীগ নেতা অপু সাউদ, একই এলাকার হাবিবুর রহমানের ছেলে মাহফুজ অর্পন।
এব্যাপারে বন্দর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। যার মামলা নং ৭(১০)২৩ইং।
জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ৪ অক্টোবর মদনপুর এলাকায় অভিযান চালায় র্যাব-১০। অভিযানে মদনপুর বাসস্ট্যান্ড এলাকায় একটি পাকা রাস্তার উপর অপু ও অর্পনকে মাদক বিক্রির প্রস্তুতিকালে হাতেনাতে আটক করা হয়। এসময় তাদের সাথে থাকা ৪ হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব। আটককৃতদের বৃহস্পতিবার দুপুরেই নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।
জানা যায়, র্যাবের হাতে আটক মাদক ব্যবসায়ী অপু সাউদ বিভিন্ন সময়ে কখনো ছাত্রলীগ নেতা, কখনো আবার যুবলীগ নেতা পরিচয়ে মিছিল-মিটিং ও ফটোসেশন থেকে শুরু করে বিভিন্ন এলাকায় ব্যানার ফেস্টুন লাগিয়ে দীর্ঘদিন ধরে নিজেকে একজন নেতা জাহির করার চেষ্টা চালিয়ে আসছেন। তবে মূলত অপু সাউদ রাজনীতির অন্তরালে বন্দরের বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকের সিন্ডিকেট নিয়ন্ত্রণ করা সহ মাদক ব্যবসায়ীদের থেকে নিয়মিত মাশোহারা নিয়ে থাকেন। এছাড়াও স্থানীয় কিশোর গ্যাং, ছিঁচকে সন্ত্রাস ও বিভিন্ন ছিনতাইকারীদের সিন্ডিকেটও তার নিয়ন্ত্রণে রয়েছে। তার বিরুদ্ধে বন্দর থানা সহ বিভিন্ন থানায় মাদক কারবারি, ভূমিদস্যুতা, চাঁদাবাজি সহ বিভিন্ন ধারায় বহু মামলা রয়েছে।
এদিকে র্যাবের হাতে আটক অপর ব্যক্তি মাহফুজুর রহমান (অর্পণ) একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। মূলত এই দুর্ধর্ষ মাদক ব্যবসায়ী অর্পণ অপু সাউদের নিয়ন্ত্রিত মাদকের বিভিন্ন সিন্ডিকেটের মধ্যে অন্যতম। অভিযোগ রয়েছে মাদক ব্যবসায়ী অর্পনের দাদা মৃত আব্দুর রাজ্জাক উর্দু একসময়ের কুখ্যাত জামায়াত নেতা ছিলেন।
আরো জানা যায়, মাদক ব্যবসায়ী অর্পন কখনো টেকনাফ, কখনো কক্সবাজার আবার কখনো সিলেট সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন অবস্থান করে মাদক কারবারি পরিচালনা করেন।
এদিকে কুখ্যাত মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসী অপু সাউদ এবং অর্পণ র্যাবের অভিযানে আটক হওয়ায় স্থানীয় এলাকাবাসী র্যাব-১০ এর চৌকস অফিসার এএসপি একেএম কাউসার চৌধুরী ও তার টিমকে সাধুবাদ জানিয়েছেন।