নারায়ণগঞ্জের ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দীর্ঘদিনের অসুস্থ এম সাইফউল্লাহ বাদলকে দেখতে তার বাসায় যান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি সাইফউল্লাহ বাদলের বাসায় গিয়ে শারীরিক অবস্থার এবং চিকিৎসার খোঁজ খবর নেন।
শনিবার (২৩ মার্চ) রাতে কাশিপুরের গোয়ালবন্দস্থ এম সাইফউল্লাহ বাদলের বাসভবনে ছুটে যান শামীম ওসমান। এসময় তার সাথে ছিলেন ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।
এদিকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফউল্লাহ বাদল দীর্ঘদিন ধরে অসুস্থ হয়ে ঢাকার আজগর আলী হসপিটাল ভর্তি ছিলেন। ঐসময় এমপি শামীম ওসমান ফোনের মাধ্যমে সাইফউল্লাহ বাদলের চিকিৎসার খোঁজ খবর নিয়েছিলেন। সাইফউল্লাহ বাদলের অবস্থা উন্নতির দিকে থাকায় তাকে বাড়িতে নিয়ে আসা হয়। অসুস্থ সাইফউল্লাহ বাদলের স্বাস্থ্যের খোজ খবর নিতে শওকত আলীকে সাথে নিয়ে ছুটে যায় এমপি শামীম ওসমান।