স্টাফ রিপোর্টারঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নগরবাসীদের ঈদ শুভেচ্ছা জানিয়েছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সাবেক ১ নং সদস্য মহানগর ছাত্রদলের প্রতিষ্ঠাতা সভাপতি কে এম মাজহারুল ইসলাম জোসেফ।
এক শুভেচ্ছা বার্তায় মহানগর যুবদলের আইকন হিসেবে পরিচিত মাজহারুল ইসলাম জোসেফ বলেন, এই ঈদে মহান আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় মানুষ পশু কোরবানি দেয়। কোরবানির এই আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে। পাশাপাশি আনন্দের বন্যা বয়ে যায় মুসলমানদের হৃদয়ে।
জোসেফ আরো বলেন, সরকারের মেগা, দুর্নীতি, ডিজিটাল লুটপাটের কারনে অর্থনৈতিকভাবে দেশ দুর্বল হয়ে পড়েছে। নিত্যপন্যের মুল্যবৃদ্ধিতে সাধারণ মানুষের ঘুম হারাম। এই ঈদ তাদের জন্য বিষাদে পরিনত হয়েছে। বিএনপি বিগত ১৬ বছর ধরে জনগনের ভোট ও ভাতের অধিকার আদায়ে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আন্দোলন সংগ্রাম করে আসছে। নারায়ণগঞ্জ মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুবদলের নির্দেশনামতে আমরা যুবদলের নেতাকর্মীরা রাজপথে লড়াই করে আসছি। ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাতে মহানগর যুবদলের নেতাকর্মীরা সদা প্রস্তুত ও সদা জাগ্রত রয়েছে। পরিশেষে মহানগর যুবদলের প্রত্যেকটি সদস্যসহ নগরবাসীকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি।