পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ফতুল্লার ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনগনকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন ফতুল্লা ইউনিয়ন পরিষদের ৪, ৫ ও ৬ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা মেম্বার নারী সংগঠক ফেরদৌস আরা অনা।
এক শুভেচ্ছা বার্তায় মহিলা জনপ্রতিনিধি অনা বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ভ্রাতৃত্ববোধ ও ত্যাগের শিক্ষা দেয়। এই ঈদে পশু কোরবানির মধ্য দিয়ে মানুষের হৃদয়ের পশুত্বকেও নিবৃত্ত করা হয়। এই ঈদ আমাদের যে শিক্ষা দেয় তা বর্তমান সমাজের প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ।
এছাড়াও কুরবানি পরবর্তী সময়ে এলাকার পরিবেশ নস্ট না হয় সেজন্য এলাকার মানুষকে সচেতন হওয়ার আহবানও জানান ফেরদৌস আরা অনা।