পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কাশীপুরের সর্বস্তরের জনগণকে ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফুল্লাহ বাদল ও নারায়ণগঞ্জ আসনের সংসদ সদস্য আলহাজ্ব শামীম ওসমানের পুত্র জেড এন গ্রুপের কর্নধার একেএম অয়ন ওসমানের পক্ষ থেকে ঈদ শুভেচ্ছা জানিয়েছেন কাশীপুর ইউনিয়ন যুবলীগ নেতা মুন্না আহমেদ।
এক শুভেচ্ছা বার্তায় যুবলীগ নেতা মুন্না আহমেদ বলেন, এই ঈদে মহান আল্লাহ তালার নৈকট্য লাভের আশায় মানুষ পশু কোরবানি দেয়। কোরবানির এই ঈদ আমাদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত করে।
তিনি বলেন, কুরবানীর এই ঈদ আমাদের যে শিক্ষা দেয়, তাতে সমাজ থেকে হিংসা, হানাহানি দুর হবে। কারন ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। তাই আবারো কাশীপুরবাসীকে এম সাইফুল্লাহ বাদল ও একেএম অয়ন ওসমান ভাইয়ের পক্ষ থেকে ঈদুল আজহার শুভেচ্ছা ও অভিনন্দন জানাচ্ছি।