চাষাড়ার সমাবেশে বিশাল শোডাউন নিয়ে ফতুল্লা থানা বিএনপির অংশহগ্রহন
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে চাষাড়ার কেন্দ্রীয় শহীদ মিনারে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর বিএনপি আয়োজিত সমাবেশে জেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মোঃ গিয়াসউদ্দিনের নির্দেশনায় ফতুল্লা থানা বিএনপির সিনিয়র সহ সভাপতি সুলতান মাহমুদ মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুইয়ার নেতৃত্বে বিশাল শোডাউন নিয়ে ফতুল্লা থানা বিএনপি অংশগ্রহণ করেছে।
১ লা জুন সোমবার দুপুরে নগরীর রাইফেল ক্লাব সংলগ্ন আজগর পাম্প থেকে শহীদ মিনারের সমাবেশস্থল পর্যন্ত মিছিল করে ফতুল্লা থানা বিএনপির নেতাকর্মীরা।
ফতুল্লা থানা বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক খন্দকার মনিরুল ইসলাম, বর্তমান কমিটির সহ সভাপতি আলাউদ্দিন খন্দকার শিপন, সহ সভাপতি হাজী মোঃ শহীদুল্লাহ্, সাংগঠনিক সম্পাদক মোঃ হাসান আলী, যুগ্ম সাধারণ সম্পাদক এড. খন্দকার মোঃ আখতার হোসেন, ফতুল্লা ইউনিয়ন বিএনপির সভাপতি হাসান মাহমুদ পলাশ, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন, কুতুবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, এনায়েতনগর ইউনিয়ন বিএনপির সি সহ সভাপতি মোঃ শাহাদুল্লা, সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান সুমন, কাশীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মইনুল হোসেন রতন, সাধারণ সম্পাদক মোঃ আরিফ, যুগ্ম সম্পাদক আশিক মাহমুদ সুমন এবং বক্তাবলী ইউনিয়ন বিএনপির সি নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড সভাপতি, সাধারণ সম্পাদকসহ সহস্রাধিক নেতাকর্মী শোডাউনে অংশ নেয়।