বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবগঠিত কমিটির দায়িত্ব গ্রহণ।
নারায়ণগঞ্জ জেলার সদর উপজেলাধীন, বক্তাবলী পরগণার অন্যতম সামাজিক সংগঠন বক্তাবলী ওয়েলফেয়ার এসোসিয়েশন। সংগঠনটি ২০১৪ সালে প্রতিষ্ঠা লাভ করে এলাকায় সামাজিক ও মানবিক কাজ করে যাচ্ছে।
সংগঠনটি তার সংবিধান অনুযায়ী গত ২২ জুন’২৪ তারিখে অনুষ্ঠিত হওয়া ৪র্থ ত্রিবার্ষিক সম্মেলনে, আহবায়ক কমিটির মাধ্যমে, সংগঠনের উপস্থিত সকল সদস্যদের মতামতের ভিত্তিতে, প্রস্তাব ও সমর্থনে ১০১ সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটি গঠন করা হয়। ১০১ সদস্যের পর সংগঠনের বাকী সদস্যদের, সাধারণ সদস্য হিসেবে ঘোষণা করা হয়। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন আল আমিন ইকবাল, সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকির ও সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান বাচ্চু।
আজ ১২ জুলাই’২৪ তারিখ শুক্রবার বাদ আসর সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে, আহবায়ক কমিটির আহবায়ক হযরত মাওলানা মুফতি মোঃ মোখতার হোসাইন সাহেবের সভাপতিত্বে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় নবগঠিত কমিটির সভাপতি আল আমিন ইকবাল ও সাধারণ সম্পাদক মতিউর রহমান ফকিরের কাছে, আহবায়ক কমিটির সহি করা কমিটির ফাইল আনুষ্ঠানিকভাবে আহবায়ক কমিটির পক্ষে হস্তান্তর করেন, হযরত মাওলানা মুফতি মোঃ মোখতার হোসাইন সাহেব ও সাইদুর রহমান বাচ্চু। এসময় সংগঠনটির সকল পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। নবগঠিত কমিটি ৪র্থ মেয়াদে আগামী ২০২৪ – ২৭ এর জুন পর্যন্ত দায়িত্ব পালন করবে।