নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের চৌধুরী বাড়ি এলাকার শামীম ওসমানের অনুসারী কথিত ছাত্রলীগ নেতা কবির সিরাজ আবারো বেপরোয়া হয়ে উঠেছে। সম্প্রতি ফুটবল প্লেয়ার শফিকুল ইসলাম রিফাতকে নানাভাবে হুমকি দেওয়ায় তার বিরুদ্ধে জেলা প্রশাসন,র্যাব ১১ ও সিদ্ধিরগঞ্জ থানায় অভিযোগ করেছেন হুমকির শিকার রিফাতের মা আছমা বেগম।
অভিযুক্ত কবির সিরাজের বিরুদ্ধে এর আগে গত ২৭ আগস্ট নারায়ণগঞ্জ সদর মডেল থানায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে এক ব্যক্তিকে হত্যাচেষ্টার মামলা করা হয়।
তবে এরপরও সিরাজ সাধারণ মানুষকে নানাভাবে হুমকি প্রদান ও মানহানিসহ নানাভাবে হয়রানি করে আসছে বলে জানা গেছে।
হুমকির শিকার ফুটবল প্লেয়ার রিফাত জানান,শামীম ওসমানের অনুসারী কথিত ছাত্রলীগ নেতা কবির সিরাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন দমাতে আমার দূর সম্পর্কের এক আত্মীয়কে হত্যা চেষ্টা করলে তার নামে থানায় মামলা হয়। আমার দূর সম্পর্কের আত্মীয় বাদী হয়ে মামলা করায় তারা আমাকে ও আমার পরিবারকে নানান ভাবে হুমকি দিচ্ছে মামলা তুলে নেওয়ার জন্য। হত্যা চেষ্টাকারী কবি সিরাজের পক্ষ হয়ে হানিফের স্ত্রী শিল্পী বেগম(৩৫)আমার পরিবারকে কল দিয়ে বিভিন্ন হুমকি দিচ্ছে। এতে আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছে।
অন্য দিকে ফুটবল প্লেয়ার শফিকুল ইসলাম রিফাতের মা আছমা বেগম জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ প্রদান করেন। সেখানে ঐ রিফাতের মা উল্লেখ করেন, চৌধুরী বাড়ি এলাকার শামসুল মুন্সীর ছেলে কবির সিরাজ ছাত্র আন্দোলনের হত্যা চেষ্টার আসামী। অথচ তার পক্ষ হয়ে আমার ছেলে শফিকুল ইসালম রিফাতের নামে অপপ্রচার করা হচ্ছে। আমার ছেলে একজন ফুটবল প্লেয়ার। কিন্তু তাকে মাদক, ছিনতাই ও চুরির সাথে জড়িয়ে বিভ্রান্ত করা হচ্ছে।গত মাসের ১৭ তারিখ শনিবার সিদ্ধিরগঞ্জ থানায় একটি ডায়েরি করায় আমাকে ফোন করে বিভিন্ন প্রকার হুমকিসহ অকথ্য ভাষায় গালিগালাজ করেছে। উক্ত ফোন আমার কাছে রেকর্ড করা আছে।