মোহাম্মদ ছালাহ্ উদ্দিন উজ্জ্বল বিশেষ প্রতিনিধিঃ
ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে গত ২৪ ঘন্টায় মাদক, সাজাপ্রাপ্ত পলাতক আসামী সহ ৮ জন কে গ্রেফতার করে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাঃ আহমর উজ্জামান পিপিএম-সেবা এর দিক-নির্দেশনায় কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ পিপিএম-বার এর নির্দেশে নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় বিভিন্ন মামলা ও অপরাধে ৮ জনকে গ্রেফতার করা হয়।
তাদের মাঝে সিআর সাজা গ্রেফতারী পরোয়ানায়াভুক্ত আসামী ০১ জন।তারা হল-১- মোঃ নয়ন মিয়া, পিতা- মোঃ জালাল মিয়া, সাং- ৩০৭ চরপাড়া (মিন্টু ড্রাইভারের বাসা), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।জিআর গ্রেফতারী পরোয়ানাভুক্ত আসামী ০১ জন।২- মোছাঃ মালেকা খাতুন(৫০), স্বামী- লিলু মিয়া, সাং- আকুয়া মড়লপাড়া তাজন হজন মোড়, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।
সিআর পরোয়ানাভুক্ত আসামী ০১ জন- রাহাত আহমেদ, প্রোপাইটর মেসার্স রাহাত স্টোর,পিতা- মোঃ আব্দুল মিয়া, মাতা- ছুলেমা খাতুন, সাং- ১৬৭/১, রাস্তা, ১৪৯ চরপাড়া প্রাইমারী স্কুল রোড, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ।মাদক মামলায় ০২ জন আসামী গ্রেফতার।তারা হল-৩- মোঃ রেজাউল(৩৫), পিতা- মৃত আক্কাছ আলী, মাতা- রেজিয়া বেগম, সাং- নওমহল(চানুর দোকানের মোড় কায়সার মিয়ার বাসার ভাড়াটিয়া)(ভাসমান), থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহ। ৪- সাজ্জাদ হোসেন সজিব(২৬), পিতা- আব্বাস উদ্দিন রেজ্জাক, সাং- সানকিপাড়া, ৬ নং ওয়ার্ড, থানা- কোতোয়ালী, জেলা- ময়মনসিংহদের গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহ কামাল আকন্দ জানান, মাদক ব্যবসায়ী ০২ জন, জিআর গ্রেফতারী পরোয়ানামূলে ০১ জন, সিআর গ্রেফতারী পরোয়ানামূলে ০১ জন সহ অন্যান্য মামলায় সর্বমোট ০৮ জন আসামীকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।