কলমাকান্দায় জাতীয় সমবায় দিবস পালিত
আব্দুর রশিদ কলমাকান্দা (নেত্রকোণা) প্রতিনিধিঃ নেত্রকোণার কলমাকান্দায় উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় বিভাগের উদ্যোগে জাতীয় সমবায় দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে সমবায়ীদের বিশাল র্্যালি শেষে কলমাকান্দা অডিটোরিয়ামে সমবায়ী এনামূল হকের সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ সোহেলা রানার সভাপতিত্বে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মিজান, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা বেগম শিমু, কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল আহাদ খান, উপজেলা পরিষদ সদস্য ইদ্রিস আলী তালুকদার, উপজেলা সমবায় অফিসার মেহেদী মাসুদ,উপজেলা যুবলীগ সম্পাদক পলাশ কান্তি বিশ্বাস, কলমাকান্দা প্রেস ক্লাব সম্পাদক ফখরুল আলম খসরু প্রমূখ।