নিজস্ব সংবাদদাতা:
সর্বোচ্চ ভোটে চেয়ারম্যান নির্বাচিত হয়েছে আলীরটেক ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী জাকির হোসেন।
বিপি নিউজকে দেওয়া এক বার্তায় আলীরটেক ইউনিয়ন যুবলীগের সদস্য সায়হাম আহমেদ বলেন,আমরা পুনরায় আমাদের সফল চেয়ারম্যানকে আলীরটেক ইউনিয়নবাসীর সর্বোচ্চ ভোটের নির্বাচিত করেছি। নারায়ণগঞ্জ সদর থানা যুবলীগের পক্ষ থেকে জাকির চেয়ারম্যানকে লাল গোলাপের শুভেচ্ছা জানাচ্ছি।আমরা আবারো প্রমান করেছি উন্নয়ন পাগল জাকির চেয়ারম্যানের বিকল্প আলীরটেকে আর কেউ নাই।
তিনি আরো বলেন,আশা করি গতবারের তুলনায় এইবার আরো বেশি উন্নয়ন হবে। আমরা শুধু থেকে জাকির হোসেন সাহেবকে চেয়ারম্যান নির্বাচিত করার জন্য মাঠ পর্যায়ে ছিলাম। ইনশাআল্লাহ সামনেও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমারা জাকির সাহেবের পাশে আছি।
উল্লেখ্য ১১ নভেম্বর দিনব্যাপী ভোট গ্রহন শেষে সন্ধ্যায় ফলাফল ঘোষনা হয়। এ সময়ে নৌকা প্রতীকে জাকির হোসেন ৯টি ওয়ার্ডে মোট ৭৮৭০ ভোট পেয়ে নির্বাচিত হন।