বিপি নিউজ :
দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত হওয়া গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নব নির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারবৃন্দ নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।
সোমবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্ণফুলি বাসভবনে এ সৌজন্য সাক্ষাৎ করেন তারা।
এসময় নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ফজর আলী ও নব নির্বাচিত মেম্বারবৃন্দরা উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরাকে ফুলেল শুভেচ্ছা জানান।
এসময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফা জহুরা নবনির্বাচিত চেয়ারম্যান ও মেম্বারদের উদ্দেশ্য করে বলেন, আপনারা নির্বাচিত হওয়ার আগে জনগণকে যে আশা-ভরসা দিয়েছেন উন্নয়ন করার মাধ্যমে আপনারা অবশ্যই সেটা পালন করবেন। জনগণের সমস্যা সমাধানে আপনারা অবশ্যই এগিয়ে আসবেন কারন তাদের ভোটেই আপনারা নির্বাচিত হয়েছেন।
এসময় নব নির্বাচিত চেয়ারম্যান ফজর আলী বলেন, যে কঠোর পরিশ্রম দিয়ে প্রশাসন গোগনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ফেয়ার একটি নির্বাচন উপহার দেয়ায় সকলের পক্ষ থেকে প্রশাসনকে ধন্যবাদ জানাই।
এসময় নির্বাচিত মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন, তোফাজ্জল হোসেন কাবীল, জাহাঙ্গীর আলম, রুবেল হোসেন, আলী হোসেন, রফিক আহমেদ, সৈকত হোসেন, খোদেজা বেগম, লিপি বেগম, নিলুফা বেগম সহ আরো অনেকে।