বিপি নিউজ :
বাংলাদেশ যুব মহিলা লীগের সভাপতি নাজমা আক্তারের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছে সোনারগাঁও উপজেলা আওয়ামী যুব মহিলা লীগের নব গঠিত আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দ।
মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব মহিলা লীগের দুই আহ্বায়ক সাদিয়া আফরিন ও এডভোকেট সুইটি ইয়াসমিনের নেতৃত্বে ধানমন্ডি ৩২ নম্বরে যায় সোনারগাঁও উপজেলা যুব মহিলা লীগের নেতৃবৃন্দ। পরে সেখান থেকে কেন্দ্রীয় সভাপতির নেতৃত্বে শ্রদ্ধা নিবেদন করেন তারা।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর যুব মহিলা লীগের যুগ্ম আহ্বায়ক শারমিন শাকিল মেঘলা ও মনিরা সুলতানা মনি, নব গঠিত সোনারগাঁও উপজেলা যুব মহিলা লীগের আহ্বায়ক আলেয়া আক্তার, যুগ্ম আহ্বায়ক বিনু আক্তার ও সন্ধ্যা ইসলাম সূচনা সহ কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ নভেম্বর) সন্ধ্যায় সোনারগাঁ পৌরসভার অডিটরিয়ামে উপজেলা যুব মহিলা লীগের কর্মী সভায় ২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি ঘোষণা করা হয়। নতুন কমিটি ঘোষণা করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রাশিদা পারভীন মনি।