পূর্ব শত্রুতার জের ধরে পশ্চিম দেওভোগ কাশিপুর বাংলাবাজার এলাকায় প্রধান বাড়ীতে দূর্বৃত্তের দ্বারা হামলা ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটে।
(৩০ নভেম্বর) মঙ্গলবার দুপুর আনুমানিক ২.৩০ টায় রাজু প্রধানের(৩৫) সাথে পূর্ব শত্রুতার জের ধরে একদল সন্ত্রাসী বাহিনী দেশীয় অস্ত্রশস্ত্র ও লাঠিসােঠা নিয়ে তার বাড়ীর পাশের গোডাউনে অতর্কিত হামলা চালায়,এ সময় রাজু প্রধান তাদের আসার খবর পেয়ে নিজের জীবন রক্ষায় পালিয়ে যায়।রাজুকে না পেয়ে সন্ত্রাসীরা তার গোডাউনের টিন,চেয়ার,টেবিল ভাংচুর করে ২ লাখ টাকার ক্ষতি করে এবং গোডাউনে থাকা প্রায় ৬ লাখ টাকার থান কাপড় লুট করে নিয়ে যায় শুধু এই নয় রাজুর গোডাউনের পাশে রাজুর শখের পোষা ৫ টি রাহাবি প্রজাতির ছাগলও লুট করে নিয়ে যায়,য়ার মূল্য আনুমানিক ২ লাখ টাকা।সবমিলিয়ে সন্ত্রাসীরা রাজুকে প্রায় ১০ লাখ টাকার ক্ষতিগ্রস্থ করে।
সংগ্রহীত
এ বিষয়ে রাজু প্রধানের মা পারভীন(৫০) স্বামী-রিয়াজ প্রধান,সাং- পশ্চিম দেওভোগ, শেষ মাথা কাশিপুর বাংলা বাজার প্রধান
বাড়ী, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ, ফতুল্লা মডেল থানায় হাজির হয়ে বিবাদী ১।মােঃ মাসুম (৪২), ২।রেফাদ (৩৮), উভয় পিতা- পিতা- শহিদ, ৩। নিশু ফেন্সি ব্যবসায়ী (৩৮), পিতা- বাবুল,
৪। সাঈদ ফেন্সি ব্যবসায়ী (৪৫), পিতা- অজ্ঞাত, ৫। শাকিল (৩৬), পিতা- অজ্ঞাত, সর্ব
সাং- পশ্চিম দেওভােগ, শেষ মাথার মােড়, থানা- ফতুল্লা, জেলা- নারায়ণগঞ্জ সহ অজ্ঞাতনামা
৩০/৩৫ জনের বিরুদ্ধে একটি অভিযোগ দায়ের করেন।