আমরা সামগ্রিক উন্নয়ন চাই : মামুন
খেলাফত মজলিসের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র প্রার্থী এবিএম সিরাজুল মামুন বলেছেন, আমাদের দলের ঘোষিত লক্ষ হল মানুষের মধ্যে ন্যায় নীতি প্রতিষ্ঠা করা। আমাদের দল ও ব্যাক্তিগত জীবনে এটাই আদর্শ। আমরা নির্বাচন করছি কারন আমরা লক্ষ্য কে অবকাঠামোগত কিছু উন্নয়ন হলেও স্বল্প আয়ের মানুষ ও হতদরিদ্র যারা আছেন তাদের জন্য কোন মাস্টার প্ল্যান নেই। আমরা সামগ্রিক উন্নয়ন চাই।
মঙ্গলবার ৪ জানুয়ারী সিদ্ধিরগঞ্জ অঞ্চলের ১০নং ওয়ার্ডে গণসংযোগ শেষে গোদনাইলে সংক্ষিপ্ত পথসভায় তিনি এ কথা বলেন।
মামুন বলেন, আমরা কাঙ্ক্ষিত যে উন্নয়ন একটা জাতি একটা শহরের সেটা আমরা গত আঠারো বছরে দেখতে পাইনি। আমরা মানুষের সামগ্রিক উন্নয়ন চাই। শহরের মধ্যে কিছু রাস্তাঘাট করলাম এটাকে আমরা উন্নয়ন বলি না। আমাদের উন্নয়ন হল সামগ্রিক উন্নয়ন। আমরা চাই এই শহরের প্রত্যেকটা স্বল্প উন্নয়নের মানুষ বঞ্চিত মানুষ তাদের জীবন মানের উন্নয়ন হোক। তারা স্বাভাবিক জীবন মান নিয়ে বেচে থাকুক এটাই আমার প্রত্যাশা।
তিনি বলেন, আমরা আশাবাদী, আমাদের দলীয় নেতাকর্মীরা আছেন এর বাইরে আমাদের সমর্থকগোষ্ঠী আছেন। আমরা সকলে রাতদিন কাজ করছি। অবশ্যই আমরা জয়ের জন্য আশাবাদী।
তিনি আরও বলেন, অবকাঠামোগত উন্নয়নের পাশাপাশি করোনাকালে জীবনমানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের জন্য যা কিছু করা দরকার করবো। যেমন বিনা সুদে ঋন, আমাদের আদর্শ অনুযায়ী সুদ নেয়া হারাম। আমরা সুদবিহীন ঋন দেব তাদের যেন তারা নিজেদের পায়ে দাড়াতে পারে।
তিনি বলেন, আমরা ভোটারদের কাছে প্রত্যাশা করবো এই জাতি দুটি দলকে নির্বাচিত করেছে। তারা কাঙ্ক্ষিত আশা পূরণ করতে পারেনি। আমি আশা করব যারা আদর্শকে বিশ্বাস করে তারা আমাদের পক্ষে রায় দিবেন।
উপস্থিত ছিলেন, খেলাফত মজলিসের মহানগর সভাপতি ডাক্তার এসএম মোসাদ্দেক, জেলা সেক্রেটারি মাওলানা আহমদ আলী,মহানগর সেক্রেটারি ইলিয়াস আহমদ, মহানগর সহসম্পাদক হাফেজ আওলাদ, মুফতি আবদুল গণী, মিডিয়া সম্পাদক জাহিদ হাসান, জেলা প্রচার সম্পাদক মোঃ শরীফ মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।