অবশেষে আইভীর প্রচারণায় মহানগর ছাত্রলীগ।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীর পক্ষে নৌকায় ভোট প্রার্থনা করছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ।
মঙ্গলবার সকালে নগরীর ২নং রেল গেইট এলাকা থেকে শুরু করে ফলপট্টি, ১নং রেল গেইট, বন্দর ঘাট সহ বিভিন্ন স্থানে গণসংযোগ করে নগরবাসীর কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সালাম পৌঁছে দেন ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে উন্নয়নের নৌকায় ভোট দেয়ার অনুরোধ জানান।
নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের নির্বাচনী প্রচারনায় গঠিত সমন্বয় কমিটির সহকারী সমন্বয়ক হাবিবুর রহমান রিয়াদ এবং সাধারন সম্পাদক ও সহকারী সমন্বয়ক হাসনাত রহমান বিন্দুর নেতৃত্বে এদিনের প্রচারণায় ছিলেন যুগ্ম সাধারন সম্পাদক হাবিবুর রহমান হাবিব, সাংগঠনিক সম্পাদক সায়েম শহিদ রেজা ও ফয়সাল মৃধা, প্রচার সম্পাদক পিয়াস প্রধান, সহ প্রচার সম্পাদক এমডি অয়ন, প্রকাশনা সম্পাদক ফাহিম, অর্থ বিষয়ক সম্পাদক তোফা, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক প্রিন্স, কার্যকরী সদস্য তামজিদ সহ অন্যান্য নেতৃবৃন্দ।
নাসিক’র প্রতিটি ওয়ার্ডে সমন্বয় কমিটির মাধ্যমেই ঘরে ঘরে পৌঁছানোর কাজ করছে নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ বলে জানিয়েছেন সংগঠনটির সভাপতি হাবিবুর রহমান রিয়াদ ও সাধারণ সম্পাদক হাসনাত রহমান বিন্দু।
তারা বলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারনায় সমন্বয় কমিটি গঠন করে দিয়েছে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটি।
জানা গেছে, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াত আইভীর পক্ষে প্রচারণায় অংশ নিতে সমন্বয় কমিটি গঠন করেছে বাংলাদেশ ছাত্রলীগ।
বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য মূল সমন্বয়কের কাজ করছেন। এছাড়া কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে জেলা ও মহানগর নেতাদের সমন্বয়ে কমিটি করে দেয়া হয়েছে।
এছাড়াও সহকারী সমন্বয়ের দায়িত্ব পালন করছেন- আবু সালমান প্রধান শাওন, শামস-ঈ- নোমান, মাঈনুল হাওলাদার, শাহীন তালুকদার, পলাশ কুমার দাস, মোহাম্মদ হোসাইন, হাবিবুর রহমান রিয়াদ, আজিজুল ইসলাম আজিজ, হাসনাত রহমান বিন্দু, আশরাফুল ইসলাম রাফেল।