নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ধর্মগঞ্জ গুদারাঘাট এলাকায় ট্রলারডুবির ঘটনা ঘটেছে।৫জানুয়ারি (বুধবার) সকাল আনুমানিক ৮ঃ৩০ মিনিটে ধলেশ্বরী নদীর ওপারে কেরানীগঞ্জ যাওয়ার পথে লঞ্চের ধাক্কায় এই ঘটনা ঘটে।
তাৎক্ষনিক ভাবে কিছুমানুষকে অন্যট্রলারের মাধ্যমে উদ্ধার করা হলেও এখনো কমপক্ষে ১০ থেকে ১৫ জন যাত্রী নিখোঁজ রয়েছে বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। বর্তমানে উদ্ধার কাজ চলমান রয়েছে। নৌপুলিশের পাশাপাশি কোস্টগার্ড ও ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে।
এ ঘটনার পর ঘটনাস্থল পরিদর্শন করেছেন নারায়ণগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিফাত ফেরদৌস ও স্থানীয় জনপ্রতিনিধিরা।
এ সংবাদ লিখা পর্যন্ত কোন নিহতের খবর পাওয়া যায়নি।