নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার এনায়েতনগরের ধলেশ্বরী নদীতে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ট্রলার ডুবির ঘটনায় ধাক্কাদানকারী ঘাতক লঞ্চ এম ভি ফারহান আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
৫ জানুয়ারি বুধবার সন্ধ্যায় কেরানীগঞ্জের কালীগন্জে লঞ্চটির নিজস্ব ডকইয়ার্ড থেকে মাস্টার, ড্রাইভার সহ মোট ৪ জনকে আটক করা হয়।
বিআইডব্লিউটিএ নদী বন্দর নারায়ণগঞ্জের সহকারী পরিচালক বাবু লাল বৈদ্য জানান, নারায়নগন্জের ট্রলার ডুবির ঘটনায় জড়িত এম ভি ফারফান- ৬ লঞ্চটি ৪ কর্মচারীসহ আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ।
এরআগে একই সকাল সাড়ে ৮টার দিকে চটলা গুদারাঘাটের ধলেশ্বরীর মাঝ নদীতে এমভি ফারহানের ধাক্কায় ৪০-৫০ জন যাত্রী নিয়ে ট্রলারটি ডুবে যায়। ঘটনা ঘটে। হতাহতের সংখ্যা এখনও সঠিকভাবে জানা যায়নি। তবে অনেকে সাতার কেটে তীরে উঠতে সক্ষম হলেও ট্রলারে থাকা অনেক মহিলা ও শিশুকে এখনও প্রায় ১০ জনকে উদ্ধার করা যায়নি। উদ্ধার অভিযানে একইসাথে নৌ পুলিশ, ফায়ার সার্ভিস এবং কোস্ট গার্ড বাহিনীর একাধিক টিম কাজ করেছে।