আজ ১২ই জানুয়ারি সামাজিক সংগঠন প্রচেষ্টা(প্রয়োজনে পাশে দাড়াবার) এর সভাপতি পায়েল হোসাইন আকাশ এর জন্মদিন।
পায়েল হোসাইন আকাশের জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছেন সংগঠনের সহ-সভাপতি মোঃলিখন।
নারায়ণগঞ্জের অন্যতম সামাজিক সংগঠন প্রচেষ্টা(প্রয়োজনে পাশে দাড়াবার) ইতিমধ্যেই তাদের বিভিন্ন সামাজিক কাজের মাধ্যমে ব্যাপক প্রশংসা ও পরিচিতি কুড়িয়েছেন। সামাজিক বিভিন্ন কাজের পাশাপাশি বিনামূল্যে রক্তদান করে থাকে উক্ত সংঠনের সদস্যরা। তাছাড়া এলাকায় শিক্ষা,সাংস্কৃতিক সংক্রান্ত অনুষ্ঠান পরিচালনা ও সর্বদা অসহায় মানুষের পাশে দাড়ায় সংগঠনটি।
নারায়ণগঞ্জ ১নং বাবুরাইল ও এর আশেপাশের এলাকা নিয়ে সামাজিক বিভিন্ন কর্মকান্ড করে থাকে তারা।
সংগঠনের সভাপতি পায়েল হোসাইন আকাশের জন্মদিন উপলক্ষে তাকে স্বাগত জানিয়ে সহ-সভাপতি মোঃলিখন বলেন, ইতিমধ্যে আমরা পায়েল ভাইয়ের তত্তাবধানে বিভিন্ন সামাজিক কাজে সফলতা পেয়েছি।আশাকরি আগামীতে পায়লে ভাইয়ের হাত ধরে সংগঠন বিভিন্ন সামাজিক কর্মকান্ড পরিচালনা করবেন এবং সমাজের প্রয়োজনে সর্বদা কাজ করে যাবেন।
তিনি সভাপতি পায়েলকে অভ্যর্থনা জানিয়ে বলেন,
প্রিয় সহযোদ্ধা আপনার জন্য অবিরাম ভালবাসা ও লালা গোলাপের শুভেচ্ছা।
আপনার জন্য অনেক অনেক দোয়া রইল এই মানবতার প্লাটফর্ম কে আপনি আরো সামনের দিকে নিয়ে যেতে পারেন ইনশাআল্লাহ।