বাংলাদেশ টেলিভিশন(বিটিভি)এর “তৃণমুলে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেই দেশের ক্রিকেটে উন্নয়ন সম্ভব” শীর্ষক শিরোনামে বিতর্ক সভার আয়োজনে অংশ গ্রহণ করে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি, প্রতিপক্ষ ঢাকা বিশ্ববিদ্যালয়কে হারিয়ে বিজয়ী হয় দলটি।দলটি শিরোনামের বিরোধীদলের ভূমিকায় বিতর্ক করে।
গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) বিটিভিতে “তৃণমুলে অবকাঠামোগত উন্নয়নের মাধ্যমেই দেশের ক্রিকেটে উন্নয়ন সম্ভব”এ শির্ষক প্রতিযোগিতায় ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সদস্যরা তাদের মেধার পরিচয় ও তর্কের কৌশল এবং যথাযথ প্রমাণাদি উপস্থাপন করে ঢাকা বিশ্ববিদ্যালয় ডিবেটিং সদস্যদের পরাজিত করেছে বলে জানান ,, বাংলাদেশ ডিবেট ফেডারেশনের সাবেক সভাপতি এডভোকেট হাছান মাহমুদ বিপ্লব। তিনি আরো বলেন ছোটখাটো ত্রুটিগুলো উন্নতি করতে পারলে ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটি বহুদূর এগিয়ে যেতে পারবে।
ডিবেটিং সোসাইটির এমন সাফল্যে আনন্দিত হয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক আই,কে সেলিম উল্লাহ খোন্দকার বলেন, এই বিজয় আমাদের জন্য একটি বড় অর্জন।আমি সত্যিই আনন্দিত।এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান বরাবরই কো-কারিকোলাম এক্টিভিটিসে ভালো করে আসছে।তবে এই অর্জন একটু গুরুত্ব পেয়েছে,যেহেতু বাংলাদেশের শ্রেষ্ঠ বিতর্ক সংগঠনকে পরাজিত করেছে।
ডিবেটিং সোসাইটির সাফল্য কামনা ও সহোযোগিতার আশ্বাস দিয়ে তিনি আরো বলেন, সদস্যদের এবং যারা তাদের গাইড করেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অভিনন্দন জানাই ও সাফল্য কামনা করছি। এই সোসাইটিকে এগিয়ে নিতে আমি সবোর্চ্চ চেষ্টা দিয়ে সার্বিক সহযোগিতা করব।
ডিবেটিং সোসাইটির মডারেটর সহকারী অধ্যাপক আদনান হোসেন বলেন,যদিও এটা আমাদের প্রথম রাউন্ডে প্রথম বিজয় কিন্তু অর্জনটা মোটেও ছোট না।তবে আরো অনেক ভালো করার চেষ্টা করতে হবে তাহলে মূল পর্বেও বিজয়ী হওয়া সম্ভব প্রতিপক্ষ যেই হোক ।
সেরা বিতার্কিক হিসেবে নির্বাচিত হয়েছেন প্রাণিবিদ্যা বিভাগের শেষ বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান রাজ।