গোলাপগঞ্জে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের অভিযান
সিলেট প্রতিনিধি :: সিলেটের গোলাপগঞ্জে করোনার সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার লক্ষ্যে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার বিকেলে গোলাপগঞ্জ উপজেলার ঢাকাদক্ষিণ বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
এসময় স্বাস্থ্যবিধি অমান্য করায় ৪টি মামলায় ২হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এছাড়াও স্বাস্থ্যবিধি মেনে চলতে সাধারণ মানুষকে নির্দেশনা প্রদান ও মাস্ক বিতরণ করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন গোলাপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির। এসময় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনসুর আহমদ।
গোলাপগঞ্জ মডেল থানা উপ পরিদর্শক পার্থ সারতি দাসের নেতৃত্বে একদল পুলিশ অভিযানে সহযোগিতা করে।