শাবি আন্দোলনে অর্থদাতাদের বিরুদ্ধে মামলা
সিলেট প্রতিনিধি ::
শাবি আন্দোলনে অর্থদাতাদের বিরুদ্ধে মামলা
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনে টাকা দেয়ার অভিযোগে আটক পাঁচ সাবেক শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
আজ মঙ্গলবার রাতে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় (নং-১১) হয় বলে পুলিশ জানায়।
সাবেক এই পাঁচ শিক্ষার্থী হলেন, টাঙ্গাইলের সখিপুর দারিপাকা গ্রামের মতিয়ার রহমান খানের ছেলে হাবিবুর রহমান খান (২৬), বগুড়ার শিবগঞ্জ থানার লক্ষ্মীকোলা গ্রামের মুইন উদ্দিনের ছেলে রেজা নুর মুইন (৩১), খুলনার সোনাডাঙ্গার মিজানুর রহমানের ছেলে এএফএম নাজমুল সাকিব (৩২), ঢাকা মিরপুর মাজার রোডের ১৭/৩ বাসার একেএম মোশাররফের ছেলে একেএম মারুফ হোসেন (২৭) ও কুমিল্লা জেলার মুরাদনগরের নিয়ামতপুর গ্রামের সাদিকুল ইসলামের ছেলে ফয়সল আহমেদ (২৭)।
এর আগে ঢাকায় তাদের আটকের পর সিলেটে এনে জিজ্ঞাসাবাদ করে পুলিশ।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল ৫টার দিকে সিআইডির একটি দল তাদের সিলেটে নিয়ে আসে।
সোমবার ও মঙ্গলবার এই দুই দিনে ঢাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।