স্টাফ রিপোর্টার (এস,এম,মিঠু)ঃ নাটোরে মোটরসাইকেল ও অ্যাম্বুলেন্স’র মুখোমুখি সংঘর্ষে নাটোর জেলা ফুটবল দলের সম্ভাবনাময় তরুণ গোলকিপার শাফায়াত হোসেন নিহত হয়েছে। এ সময় পীযূষ, শৈবাল ও শহিদুল নামে আরো ৩ জন আহত হয়।
রবিবার (৩০ জানুয়ারী) বিকেলে শহরের নারায়ণ কান্দি এলাকায় নাটোর-রাজশাহী মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত শাফায়াত হোসেন শহরের উত্তর বড়গাছা এলাকার আল মামুনের ছেলে ও নাটোর জেলা ফুটবল দলের নিয়মিত গোলকিপার এবং বিকেএসপির ১৯ ব্যাচের ছাত্র ছিলেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে নাটোরমুখী রোগীবাহী একটি অ্যাম্বুলেন্স ও নাটোর বাইপাস এলাকা থেকে স্টেশন বাজারমুখী একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে ৪ জন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক জেলা দলের ফুটবলার শাফায়াত হোসেন কে মৃত ঘোষণা করেন। অন্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে।