নিজস্ব প্রতিবেদক ঃ
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর-পরিষদের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে আজ শিশু কিশোরদের মাঝে শিক্ষা, ক্রীড়া সামগ্রী বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রাজধানীর জাতীয় জাদুঘরের বেগম ফজিলাতুন্নেসা মুজিব অডিটরিয়ামে কোমলমতি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা ও ক্রীড়া সামগ্রী বিতরণ করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল।
এসময় প্রতিমন্ত্রী বলেন, শহীদ শেখ রাসেলের আদর্শের অনুপ্রাণিত হয়ে ভবিষ্যত প্রজন্মকে গড়ে তুলতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, শহীদ শেখ রাসেলের মাঝে অল্প বয়সেই সততা, উদারতা বিচক্ষণতা,দেশপ্রেম ও নানা মানবিক গুনাবলী ফুটে উঠেছিলো।
শেখ রাসেল জাতীয় শিশু কিশোর-পরিষদের কেন্দ্রীয় মহাসচিব কে এম শহিদ উল্যা’র সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের চেয়ারম্যান ও সিনিয়র সচিব শেখ ইউসুফ হারুন এবং সংগঠনের সাংগঠনিক সম্পাদক ফরিদ উদ্দিন আহম্মদ রতন, আলাউদ্দিন সাজু, মনিরুজ্জামান পলাশ প্রমুখ। এসময় কেন্দ্রীয় ও ঢাকা মহানগর এর বিভিন্ন থানার নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।