নারায়ণগঞ্জ ৪-আসনের মাননীয় সংসদ সদস্য
এ.কে.এম শামীম ওসমানের জন্মদিন উপলক্ষে দেওভোগ মসজিদ ও মন্দিরে দোয়া/প্রার্থনার আয়োজন করা হয়।
২৮.২.২০২২ বাদ এশার দেওভোগ মাদ্রাসা পশ্চিম নগর বাগে জান্নাত মসজিদে এম.পি মহোদয় ও তার সুযোগ্য সন্তান এ.কে.এম অয়ন ওসমান সহ পরিবারের সকল সদস্যদের জন্য সুস্থতা ও দীর্ঘায়ু কামনায় দোয়া করা হয়।
এইসময় উপস্থিত ছিলেন যুবলীগের অন্যতম নেতা আরাফাত খাঁন শান্ত, সাখাওয়াত হোসেন সুমিত, আলামিন খাঁন পরশ, রাজু প্রধান, রুবেল, মামুন সহ অন্যান্য এলাকার স্থানীয় পঞ্চায়েতের নেত্রী বৃন্দ।
এছাড়া দেওভোগ আখড়া দিঘির পাড় শ্রী শ্রী গৌর নিতাই মন্দিরে সন্ধার পর শামীম ওসমান ও অয়ন ওসমান সহ পরিবারের সদস্যদের সুস্থতা ও দীর্ঘায়ুর জন্য বিশেষ প্রার্থনার আয়োজন হয়।
এবং পূজা অর্চনা শেষে সকলের মাঝে প্রসাদ বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর ছাত্রলীগ নেতা শুভ রায়, হিন্দু-বৌদ্দ-খ্রিষ্ট্রান ঐক্য পরিষদ ১৪ নং ওয়ার্ডের সাধারন সম্পাদক সৃজন দাস, ওয়ার্ড যুবলীগ নেতা রতন বিশ্বাস, রিংকু সাহা, তনয় আহসান, আকাশ সাহা ও মন্দিরের মহারাজ সঞ্জয় চক্রবর্তী সহ আরোও অন্যান্য স্থানীয় ভক্তবৃন্দ।