সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে সিলেট শাহজলাল মাঝারে মিলাদ দোয়া ও অসহায় দুস্থদের মাঝে দোয়ার শেষে তোবারক বিতরণ করা হয়।
২৮ ফেব্রুয়ারী সোমবার দুপুরে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের উদ্যোগে নারায়ণগঞ্জ ০৪ আসনের এমপি আলহাজ্ব একেএম শামীম ওসমানের ৬১ তম জন্মদিন উপলক্ষে সোনারগাঁও উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রাসেলর সার্বিক তত্ত্বাবধানে পূন্যভূমি সিলেটে হযরত শাহজালালের মাজারে মসজিদে মিলাদ দোয়া এবং অসহায় গরীব দুস্তদের মাঝে খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সদস্য মাহমুদুল হাসান দুলাল, ঢাকা মহানগর ছাত্রলীগের সহ-সভাপতি ফয়সাল আহমেদ রনি, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি তপু ঘোষ, সহ সম্পাদক কাউছার আহমেদ তুহিন, সোনারগাঁও উপজেলা ছাত্রলীগ নেতা আতিকুর রিয়াদ, সাব্বির আহম্মেদ, আশরাফুল সোহান, কাচপুর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শামীম আহমেদ সহ উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।