রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের সমন্বিত হল সম্মেলনকে সামনে রেখে ১৭টি আবাসিক হলে পর্যায়ক্রমে কর্মী সভা শুরু হয়েছে। দ্বিতীয় দিন আজ মঙ্গলবার বিকেল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের কর্মী সভা অনুষ্ঠিত হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের আব্দুল আজিজের সঞ্চালনায় শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আমরা চেয়েছি, যারা দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সঙ্গে পরিশ্রম দিয়েছে তাদের জন্য হল সম্মেলন হোক৷ তারই ধারাবাহিকতায় বিভিন্ন হলে কর্মীদের সভা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১৪ মার্চের হল সম্মেলনে নেতৃত্বে যারাই আসুক তাদের হাত ধরে আজকের রাবি শাখা ছাত্রলীগ যে অবস্থায় আছে সামনের দিনে তার চেয়ে আরও গতিশীল হবে বলে আশা রাখছি।’
সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু বলেন,’ জামায়াত শিশিরের সময়কার বিভীষিকাময় পরিবেশ আর রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখতে চায় না।যোগ্য ব্যাক্তির সঠিক মূল্যায়নের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমরা এক সাথে লড়ে যাবো।”
পদ প্রত্যাশী এক ছাত্রলীগ কর্মী আব্দুল্লাহ আল মারুফ বলেন -‘ দায়িত্বে যেই আসুক না কেন তারা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য যেন কাজ করে যায়। কোন অনুপ্রবেশ কারী যেন দলে ঠাই না পায় এবং একই সাথে যোগ্য নেতাদের মূল্যায়ন করা হয়।’
এছাড়া সৈয়দ আমীর আলী হলের ছাত্রলীগের কর্মী হৃদয় সাহার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন রাবি শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ইমরান খান নাহিদ, মেহেদী হাসান মিশু,দপ্তর সম্পাদক আবুল বাশার, উপ- গ্রন্থনাও প্রকাশনা সম্পাদক হাসান মুহাম্মদ তারেক, সহ সম্পাদক কাওসার, শাফিয়ার প্রমুখ।