দ্রবমূল্য বৃদ্ধির প্রতিবাদে সেচ্ছাসেবক দল এর প্রতিবাদ সভায় রায়হান মির এর নেতৃত্বে প্রতিবাদ সভায় যোগদান করা হয়।
৯ মার্চ (বুধবার) চাষাড়ায় তারাবো পৌরসভা সেচ্ছাসেবক দল সিনিয়র যুগ্ম আহবায়ক রায়হান মির এর নেতৃত্বে প্রতিবাদ সভায় কয়েকশো নেতাকর্মী নিয়ে যোগদান করা হয়।এই সময় উপস্থিত ছিলেন তারাবো পৌরসভা সেচ্ছাসেবক সদস্য শাহাদাৎ,তানজিদ, লুতফর,হেলাল,সুমন,দিপু,নাহিদ,ইমন,নাহিদ মির,আলামিন,রুবেল,ইমন,শাহীন সহ অন্যান্য নেতৃবৃন্দ।