দ্রবমূল্য বৃদ্ধির প্রতিবাদে সেচ্ছাসেবক দল এর প্রতিবাদ সভায় শামীম আহমেদ, জলিল, ডালিম এর নেতৃত্বে মিছিল নিয়ে যোগদান।
সোনারগাঁ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শামীম আহমেদ এর নেতৃত্বে কয়েকশো নেতাকর্মী নিয়ে সেচ্ছাসেবক দল এর প্রতিবাদ সভায় মিছিল নিয়ে যোগদান করা হয়। এই সময় উপস্থিত ছিলেন
আব্দুল জলিল,বিল্লাল হোসেন,মোর্শেদ মোল্লা ,ফয়সাল ভুইয়া রিপন সদস্য ডালিম সিকদার ,কাজী কামাল ,কায়েস,ডালিম ,কামাল ভুইয়া সহ সোনারগা থানা নেতা আওলাদ হোসেন,জাকির হোসেন,ফজলুল হক,সেলিম,রাসেল,কায়েস ভুইয়া ,লিটন,সাব্বির দেওয়ান,শাহালম শিমুল ,শান্ত প্রধান ,খোকা মোল্লা সহ অন্যান্য নেতৃবৃন্দ।