নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার নরসিংপুর এলাকায় স্থানীয় আওয়ামীলীগ নেতাদের উপেক্ষা করে বহিরাগত সন্ত্রাসীরা একটি গামেন্টের ঝুট সেক্টর নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টার প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ মিছিল করে গামেন্টের সামনে অবস্থান নেয়। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। তবে স্থানীয়দের অধিকার থেকে বঞ্চিত করে বহিরাগত সন্ত্রাসীদের যেন ঝুট না দেয়া হয় স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা।
বুধবার (১৬ মার্চ) সকালে পঞ্চবটি-বক্তাবলী সড়কের নরসিংপুর সামসুল আলমের মোড়স্থ এ এন্ড ও এ্যাপারেলস (প্রা:) লিমিটেড নামক গামেন্টসের সামনে বিক্ষোভ মিছিল বের করেন।
এলাকাবাসী ও স্থানীয় আওয়ামীলীগের নেতৃবৃন্দরা জানান, আমাদের কৃষি জমি ভরাট করে শিল্পকারখানা প্রতিষ্ঠিত হয়েছে। এই শিল্পকারখানায় গড়ে উঠায় আমাদের এলাকার লোকদের কর্মসংস্থার হওয়ার দরুন আমাদের কৃষি জমি হওয়া সত্বেও নিরব ছিলাম। গামেন্টস চালু হওয়ার পর স্থানীয় আওয়ামীলীগ নেতাদের অধিবার বঞ্চিত করে শহরের বহিরাগত সন্ত্রাসীরা মালিকপক্ষকে চাপ সৃষ্টি করে ঝুট সেক্টর দখলের পায়তারা করছে। মালিকপক্ষ স্থানীয়দের অগ্রাধিকার দিতে চাইলেও সন্ত্রাসীদের ভয়ে নিরব রয়েছে বলে আমরা মনে করছি। মালিকপক্ষ বিশৃংখলা চায় না, তারা চায় শান্তি। কিন্তু বহিরাগত সন্ত্রাসীরা স্থানীয় লোকদের বুকের উপর পাড়া দিয়ে জোরপূর্বক ভাবে গামেন্টের ঝুট নামিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছে। বহিরাগত সন্ত্রাসীদের কোন ভাবে ছাড় দেয়া হবে না। বাহিরের লোকজন জোরপূর্বক ভাবে গামেন্টের ঝুট নিতে আসলে কঠোর ভাবে প্রতিহত করা হবে।
স্থানীয় আওয়ামীলীগ নেতাদের পক্ষে সাইদুর রহমান ও জসিম জানান, আমাদের অঞ্চলের গামেন্ট হয়েছে এই প্রতিষ্ঠানের সুবিধা অসুবিধা আমরাই দেখবো। এলাকার অগ্রাধিকার হিসাবে এলাকার লোকজন গামেন্টের ঝুট নিয়ে ব্যবহা করবে। এখানে কোন বহিরাগত সন্ত্রাসীদের স্থান নাই। বহিরাগত সন্ত্রাসীরা যদি কোন প্রভাব বিস্তার করার চেষ্টা করতে চায় এলাকাবাসী তার জবাব দিবে। আমরা শান্তিপ্রিয় মানুষ শান্তিপূর্ণ ভাবে ব্যবসা করতে চাই। শহরের সন্ত্রাসীরা এখানে এসে বিশৃংখলা সৃষ্টি করতে চাইলে এলাবাবাসী ঐক্যবদ্ধ হয়ে দাতভাঙ্গা জবাব দিবে।
স্থানীয় আওয়ামীলীগ নেতা আওলাদ হোসেন জানান, আমাদের অঞ্চলে গামেন্টস হয়েছে তাদের সুবিধা অসুবিধা আমরাই দেখবো। গামেন্টের মালিককে ম্যানেজ করে তাদের ফ্যাক্টরীর ওয়েস্টিজ মালামাল আমাদের এলাকার ছেলে ফেলেরা নিবে এটাই স্বাভাবিক। কিন্তু বহিরাগত সন্ত্রাসীরা এলাকার লোকদের উপেক্ষা করে জোরপূর্বক ভাবে ফ্যাক্টরীর ওয়েস্টিজ মালামাল নিয়ে যাবে তা কিছুতেই হতে দেয়া যায় না।