বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতির বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন
জাতীয় শিশু দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন করেছে বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতি, নারায়ণগঞ্জ জেলা শাখা।
বৃহস্পতিবার (১৭ মার্চ) সন্ধ্যায় পুরাতন কোটস্থ সমিতির কার্যালয়ে কেক কেটে জন্মদিন পালন করা হয়।
কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাব ও বাংলাদেশ সরকারি সমন্বয় পরিষদ, নারায়ণগঞ্জ জেলা শাখার সার্বিক সহযোগিতায় কেক কাটা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ চতুর্থ শ্রেনী সরকারী কর্মচারী সমিতির নারায়নগঞ্জ জেলা সভাপতি মোঃ মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কেক কাটা, দোয়া ও মিলাদ মাহফিলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামরুল হাসান, তোফায়েল আহম্মেদ সরকার, নজরুল ইসলাম, কামরুল ইসলাম, আব্দুল মোতালেব, সঞ্চয় কুমার ভাওয়াল, মোঃ নাছির হোসেন, কালেক্টরেট রিক্রিয়েশন ক্লাবের আহবায়ক মোঃ আক্কাসউদ্দিন, সদস্য মোঃ মোফাজ্জল হোসেন, মোঃ শিমুল হোসেন, মোঃ মোজাম্মেল হোসেন,ইকবাল হোসেন, আওলাদ হোসেন, শহিদুল ইসলাম, কামরুল হাসান,সোনিয়া আক্তার, আব্দুর রহমান, মোঃ কাওছার প্রমুখ।
কেক কাটার আগে বঙ্গবন্ধুর রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।