যুবলীগ কার্যালয়ে যুবদলের হামলা,ভাংচুর
নারায়ণগঞ্জের ফতুল্লায় ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে যুবদলের নেতাকর্মীরা হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে। রোববার রাতে ফতুল্লার কাশিপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড যুবলীগের কার্যালয়ে এ ঘটনা ঘটে।
সোমবার দুপুরে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৭০ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করেন ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক জহিরুল ইসলাম দেওয়ান।
জহিরুল ইসলাম জানান, রোববার রাত সোয়া ১২টায় আমাদের ওয়ার্ড যুবলীগের কার্যালয়ের সামনে যুবদলের দুই গ্রুপের মধ্যে ইজিবাইক পার্কিং করা নিয়ে ঝগড়া হয়। এতে তারা যুবলীগের কার্যালয় ভাঙচুর চালিয়ে নিজেদের রাগ থামিয়েছে। তুচ্ছ এ ঘটনায় আমাদের কার্যালয়ের ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয়েছে।
তিনি আরও জানান, আমাদের কার্যালয়ে থাকা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবিসহ স্থানীয় এমপি শামীম ওসমানের ছবি ভাঙচুর করা হয়। চেয়ার-টেবিল কিছুই আস্তা রাখেনি।
তিনি জানান, জানতে পেরেছি কাশিপুর ৭নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক সোহেল, ২নং ওয়ার্ড যুবদলের দপ্তর সম্পাদক রনি, কাশিপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক হিমেল, ৭নং ওয়ার্ড যুবদলের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক পাভেল, জাহিদ হাসান, মিঠুন, রুবেল, মুসলিম, হোসেন, আরিফ, অনিকসহ অজ্ঞাতনামা ৬০-৭০ জন রাম দা, ছুরি, চাকু ও হকিস্টিক এবং ইটপাটকেল হাতে যুবলীগ কার্যালয়ে হামলা চালায়।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, অভিযোগ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।