ভারতীয় মতে রাশিফল গণনা করা হয় চন্দ্রের অবস্থানের উপরে ভিত্তি করে। কিন্তু ইংরেজি মতে এক্ষেত্রে প্রাধান্য দেওয়া হয় সূর্যকে। তাই ইংরেজিতে রাশিকে বলা হয় সান সাইন (Sun Sign)। এক্ষেত্রে জন্মদিন অনুসারে বোঝা যায় একজন ব্যক্তি কোন রাশির জাতক বা জাতিকা (Horoscope Today)।
জন্মদিন মিলিয়ে দেখে নিন আজকের দিনে কোন রাশি কী নির্দিষ্ট করে রেখেছে তার জাতক-জাতিকার জন্য (Horoscope Today, 26 March 2022) ৷
মেষ (Aries): মার্চ ২১ থেকে এপ্রিল ১৯। সাধারণ ভাবে মাথা ঠান্ডা থাকলেও আজ নানান কারণে চিন্তা-ভাবনায় বাধা পড়বে। অত্যাধিক কাজের চাপ সম্পর্কে সমস্যা তৈরি করতে পারে।
বৃষ (Taurus): এপ্রিল ২০ থেকে মে ২০। কঠোর পরিশ্রমের ফসল মিলবে। এই মুহূর্তে আপনার সঙ্গীর সঙ্গে সম্পর্ক ভাল রাখার জন্য আরও ভদ্র ব্যবহার প্রয়োজন। কারও কাছ থেকে আজ কিছু মূল্যবান কর্মজীবনের পরামর্শ পাওয়ার সম্ভাবনা রয়েছে।
মিথুন (Gemini): মে ২১ থেকে জুন ২০। পরিবারের সঙ্গে সময় কাটানোর জন্য সময় বিশেষভাবে অনুকূল। সঙ্গীর ধৈর্য পরীক্ষা করার কোনও প্রয়োজন নেই। নতুন প্রজেক্ট শুরু করার জন্য বেশ ভাল সময়।
কর্কট (Cancer): জুন ২১ থেকে জুলাই ২২। ঘনিষ্ঠ বন্ধু কিছু গুরুত্বপূর্ণ গোপনীয় কথা শেয়ার করতে পারে। আর্থিক দিক থেকে বেশ ভাল সময়।
সিংহ (Leo): জুলাই ২৩ থেকে অগাস্ট ২২। আজ নিজেকে নিয়ে আত্মবিশ্বাসী মনোভাব থাকবে। প্রতিটি সম্পর্ককে টিকিয়ে রাখার জন্য প্রচেষ্টা দরকার। ব্যক্তিগত কাজে ব্যস্ত হয়ে গুরুত্বপূর্ণ কাজ ফেলে না রাখাই ভালো।
কন্যা (Virgo): অগাস্ট ২৩ থেকে সেপ্টেম্বর ২২। আজ আধ্যাত্মিক মনোভাব থাকবে। পার্টনারের সঙ্গে বেশ রোম্যান্টিক ভাবে দিনটি কাটবে। নিজের যত্ন নিতে একটু সময় এবং অর্থ ব্যয় করা যেতে পারে।
তুলা (Libra): সেপ্টেম্বর ২৩ থেকে অক্টোবর ২২। বর্তমান পরিস্থিতি বুঝে কাজের পরিকল্পনা করার জন্য দিনটি ভালো। যে কোনও কাজে হাত দিলেই আজ সফলতা আসবে।
বৃশ্চিক (Scorpio): অক্টোবর ২৩ থেকে নভেম্বর ২১। আজ ছোটখাটো অসুখ থেকে সাবধান থাকতে হবে। দিনের শুরুতেই সব কাজ শেষ করার চেষ্টা করতে হবে। আজ প্রতারণার শিকার হওয়ার সম্ভাবনা রয়েছে!
ধনু (Sagittarius): নভেম্বর ২২ থেকে ডিসেম্বর ২১। আজ পার্টি, সভা-সমাবেশ এবং পারিবারিক অনুষ্ঠানে ব্যস্ত থাকার সম্ভাবনা রয়েছে। বকেয়া কাজ মিটিয়ে রাখতে হবে।
মকর (Capricorn): ডিসেম্বর ২২ থেকে জানুয়ারি ১৯। পার্টনারশিপ করার জন্য অত্যন্ত ভাল সময়। প্রভাবশালী কোনও ব্যক্তির সঙ্গে সাক্ষাৎ হতে পারে। আজকের দিনটি ব্যস্ত ভাবেই কাটবে।
কুম্ভ (Aquarius): জানুয়ারি ২০ থেকে ফেব্রুয়ারি ১৮। সুযোগ আসলেই অধিক তাড়াহুড়ো না করাই ভাল। যাঁরা ঘুরে বেড়াতে ভালোবাসেন তাঁদের আজ অধিক সতর্কে থাকতে হবে। বিদেশে পাড়ি জমানোর স্বপ্ন থাকলে আজ বেশ শুভ দিন।
মীন (Pisces): ফেব্রুয়ারি ১৯ থেকে মার্চ ২০। সৃজনশীল মনোভাব থাকবে। স্বাস্থ্য আজ কিছুটা অপ্রত্যাশিত আচরণ করতে পারে। পারিবারিক কিছু কাজের পরিকল্পনা করার জন্য দিনটি আদর্শ।