মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস – ২০২২ উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান ও সকল শহিদদের ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সমাজকর্ম বিভাগের শিক্ষার্থীরা। জানা যায়, ভোর সকালে সমাজকর্ম বিভাগের ভিবিন্ন বর্ষের শিক্ষার্থীরা একাডেমিক বিল্ডিংয়ে এসে জড়ো হয়। পরে প্রথমে শাবিপ্রবি কেন্দ্রীয় শহিদ মিনারে ও পরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে তাদের প্রতি গভীর শ্রদ্ধা প্রদর্শন করে।
উক্ত কার্যক্রমে উপস্থিত ছিলেন সমাজকর্ম বিভাগের সহযোগী অধ্যাপক জনাব কৃত্তিবাস পাল, শাবিপ্রবি সমাজকর্ম সমিতির সহ-সভাপতি জনাব টি এইচ তুহিন, সাধারণ সম্পাদক আকরাম এইচ নয়ন, যুগ্ম সম্পাদক মোহাম্মদ যমীর এবং সংগঠনের আরো অনেকে, সেই সাথে উপস্থিত ছিলো সমাজকর্ম প্রথম বর্ষের শিক্ষার্থী সজীব হাসান, মোহাম্মদ রবি, তানিয়া হক তাহা, শাওন সহ আরো অনেকে।